Posts

Showing posts from May, 2023

আবেগ (Emotion), ভাবপ্রবণতা (Sentiment) এবং তাদের নিয়ন্ত্রণ

Image
Image by  Gordon Johnson  from  Pixabay Emotion অর্থাৎ আবেগ এবং Sentiment অর্থাৎ ভাবপ্রবণতা দুটি এমন শব্দ যা আমাদের জীবনের সাথে ওতোপ্রতো ভাবে জড়িত। আবেগী মন কে নিয়ন্ত্রণ করা সম্পর্কে অনেকের অনেক মতামত আছে, কিন্তু এই বিষয়ে আমার অভিজ্ঞতা অন্য রকম। আমি বরাবর একটু ভাবুক প্রকৃতির ছেলে। সামান্য কথায় অনেক উচ্চ চিন্তা ভাবনায় চলে যেতাম। কিন্তু এই বিশেষ ব্যবহার আমার কাছে আশীর্বাদ না অভিশাপ তা বুঝলাম যেদিন আমার এক বন্ধু কে ধীরে ধীরে পালটে যেতে দেখলাম। তার সাথে আমার পরিচয় স্কুল থেকেই, আমরা দুজনেই ঠিক করি আমরা গণিত নিয়ে পড়াশোনা করবো। সেই মতো আমরা কলেজের ফর্মও ফিলাপ করি। আমাদের মধ্যে বরাবরই চিন্তা আদান প্রদান হত। সে তার নানান চিন্তার কথা আমাকে বলতো আমিও তাকে আমার নানা আবিষ্কারের কথা শোনাতাম। কিভাবে এক ফর্মুলার মধ্যে অন্য ফর্মুলা বসিয়ে নতুন ফর্মুলা বানানো যায়, কি করে আমরা নানা গ্রাফের ছবি আঁকতে পারি এবং তাদের দ্বারা দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে ধারণা করা যায় এইসব। কলেজে ভর্তি হওয়ার পর আমরা আলাদা স্যারের কাছে টিউশন পড়তাম। যার বাড়ি যে স্যারের কাছে ছিলো সে তার কাছেই পড়তো। আমি খেয়াল করতে থ...

My philosophy on research

I was always a big enthusiastic student of mathematics. I never thought that this enthusiasm will take me to the research level of this beautiful subject. I am happy and glad that I have made this far. But now there are several different problems starts to appear. Problems that relates human mind and mathematical research work. One day I was reading a note on Research Ethics and Philosophy and I found a remarkable section that helped me developing my own philosophy on research. As soon as the thought was developed I wrote it and I never expected that I will get a platform to share it with everyone. I do not know if my philosophy works or not for others but they still makes sense to me whenever I read them. I hope everyone will enjoy it.