আবেগ (Emotion), ভাবপ্রবণতা (Sentiment) এবং তাদের নিয়ন্ত্রণ

Image by Gordon Johnson from Pixabay Emotion অর্থাৎ আবেগ এবং Sentiment অর্থাৎ ভাবপ্রবণতা দুটি এমন শব্দ যা আমাদের জীবনের সাথে ওতোপ্রতো ভাবে জড়িত। আবেগী মন কে নিয়ন্ত্রণ করা সম্পর্কে অনেকের অনেক মতামত আছে, কিন্তু এই বিষয়ে আমার অভিজ্ঞতা অন্য রকম। আমি বরাবর একটু ভাবুক প্রকৃতির ছেলে। সামান্য কথায় অনেক উচ্চ চিন্তা ভাবনায় চলে যেতাম। কিন্তু এই বিশেষ ব্যবহার আমার কাছে আশীর্বাদ না অভিশাপ তা বুঝলাম যেদিন আমার এক বন্ধু কে ধীরে ধীরে পালটে যেতে দেখলাম। তার সাথে আমার পরিচয় স্কুল থেকেই, আমরা দুজনেই ঠিক করি আমরা গণিত নিয়ে পড়াশোনা করবো। সেই মতো আমরা কলেজের ফর্মও ফিলাপ করি। আমাদের মধ্যে বরাবরই চিন্তা আদান প্রদান হত। সে তার নানান চিন্তার কথা আমাকে বলতো আমিও তাকে আমার নানা আবিষ্কারের কথা শোনাতাম। কিভাবে এক ফর্মুলার মধ্যে অন্য ফর্মুলা বসিয়ে নতুন ফর্মুলা বানানো যায়, কি করে আমরা নানা গ্রাফের ছবি আঁকতে পারি এবং তাদের দ্বারা দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে ধারণা করা যায় এইসব। কলেজে ভর্তি হওয়ার পর আমরা আলাদা স্যারের কাছে টিউশন পড়তাম। যার বাড়ি যে স্যারের কাছে ছিলো সে তার কাছেই পড়তো। আমি খেয়াল করতে থ...